আগরতলা, ৯ মার্চ (হি.স.): আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি দোকান। ধারণা করা হচ্ছে, দোকানগুলো নাশকতার আগুনেই পুড়েছে। বুধবার ভোর রাতে বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগর বাজারের ১৯ জন ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, সকালে ঘটনাস্থল পরিদশর্নে গিয়েছেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এবং ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক।
ঘটনার বিবরনে জনৈক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, বুধবার ভোর রাতে বাজারের আশেপাশে বাড়ির লোকজনরা দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। সাথে সাথে দোকানের মালিকদের এবং অগ্নি নির্বাপক কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ১৯টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানগুলি। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে দোকান মালিকরা কিছুই বলতে পারেননি। এদিকে, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছুটে গিয়েছেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি নবাদল বনিক এবং বিধায়ক সুশান্ত দেব।
এদিন যুব মোর্চার সভাপতি নবাদল বনিক কড়া হুশিয়ারি দিয়েছেন, যারা ঘটনায় সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। বিধায়ক সুশান্ত দেবের অভিযোগ, বাম -কংগ্রেসের দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। তিনি ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, বিজেপি সরকার এবং দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। পাশাপাশি তাঁর দাবি, যে দুষ্ট চক্ররা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত প্রসাশন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক।

