ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। কৈলাশহরস্থিত ঊনকোটি জেলা ক্রীড়া দপ্তরে করনিক পদে কর্মরত তথা ভারত স্কাউটস এন্ড গাইডসের ডি ও সি অভিজিৎ বৈদ্য (৪৯) সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় দোল উৎসবের প্রাক মুহূর্তে প্রয়াত হলেন। শহরতলি জলাইয়ের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলার পাশাপাশি সেবামূলক সংস্থা স্কাউটের সাথে যুক্ত এবং অসংখ্য জাতীয় শিবিরে অংশগ্রহণ করেন এবং অনেক পুরস্কারও পান। শুধু তাই নয় সমাজ সেবা, দুর্গতদের পাশে দাঁড়ানো ও রক্ত দানের মত পুণ্য কাজে সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়তেন তিনি। অত্যন্ত শান্ত, নম্র ও বিনয়ী স্বভাব সম্পন্ন ব্যক্তি হিসেবে সুপরিচিত। তাঁর মৃত্যুটা কোনও মতেই কৈলাশহরবাসী বা ক্রীড়া জগৎ মেনে নিতে পারছে না। নিঃসন্দেহে বলা যায়, অভিজিতবাবুর অকাল প্রয়ানে ভারত স্কাউটস এন্ড গাইডস পরিবারের অপূরণীয় ক্ষতি হল। মৃত্যুকালে প্রচুর গুণমুগ্ধ ছাড়াও স্ত্রী এবং সপ্তম শ্রেণীতে পঠরত একমাত্র পুত্র সন্তানকে রেখে গেছেন। মঙ্গলবার শত সহস্র বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের অশ্রুসজল চোখে তাদের উপস্থিতিতে মনু নদীর ধারে শ্মশান ঘাটে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। কৈলাশহর বাসীরা ওনার বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করেন। তাছাড়া, রাজ্য ক্লাইম্বিং সংস্থার ভারপ্রাপ্ত সচিব তথা স্কাউট মাষ্টার প্রণব অখণ্ড মৃতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
2023-03-08

