করিমগঞ্জে নাচে-গানে রঙের উৎসব উদযাপন বিএসএফ জওয়ানদের

করিমগঞ্জ (অসম), ৮ মার্চ (হি.স.) : ধুমধাম করে নাচে-গানে রঙের উৎসব পালন করেছেন করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা।

সীমান্তের অতন্দ্র প্রহরী তাঁরা। তার মধ্যেই বিভিন্ন উৎসবে মেতে উঠেন প্রহরারত জওয়ানরা। অন্যান্য বছরের মতো রঙের উৎসবেও করিমগঞ্জের সীমান্তে মেতে উঠেছেন সীমান্ত রক্ষী জওয়ানরা। সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ১৬ নম্বর ব্যাটালিয়নের দোহালিয়া সদর ছাউনিতে হোলি উদযাপন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়। একে অপরকে রঙ মাখিয়ে হোলি সেলিব্রেশনে মেতে ওঠেন বিএসএফ জওয়ানরা। মিষ্টিমুখের পাশাপাশি হোলির জনপ্রিয় গান গেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে জয় ভারত স্লোগানে মেতে ওঠেন তাঁরা। ঊর্ধ্বতন বিএসএফ আধিকারিকরাও বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিষ্টি বিতরণ করেন।

১৬ নম্বর বাহিনীর অধিনায়ক সঞ্জয় কুমার জানান, সারা দেশ যখন হোলি খেলছে, তখন দেশের নিরাপত্তায় বিএসএফ জওয়ানরা সীমান্তে অবস্থান করে দেশবাসীকে নিরাপত্তা দেন। পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থানকারী ইউনিটই তাঁদের পরিবার। তাই এই পরিবারের সঙ্গেই রঙের উৎসব পালন করে থাকেন জওয়ানরা। একে অপরের সাথে তাঁদের সুখ-দুঃখ ভাগাভাগি করেন।
তাঁর অধীনস্থ বাহিনীর জওয়ান সহ তাঁদের পরিবারের সদস্যদের হোলির শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় কুমার বলেন, উৎসবের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিয়ে প্রতিটি উৎসবকে অন্যভাবে উদযাপন করে থাকেন বিএসএফ-এর জওয়ানরা।