করিমগঞ্জ (অসম), ৮ মার্চ (হি.স.) : আনন্দের হোলির দিন রঙ খেলার পর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে করিমগঞ্জ জেলা সদর শহরের তারাভূষণ লেনের জনৈক কিশোরের। মৃত কিশোরকে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ ভট্টাচার্য বলে পরিচয় উদ্ধার হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দোল ও হোলির উৎসব উদযাপন করতে গিয়ে রঙ খেলায় আনন্দে আত্মহারা ছিল গোটা করিমগঞ্জ। রঙ খেলা শেষ হওয়ার পর কুশিয়ারা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় অরিজিৎ ভট্টাচার্য। কিন্তু আচমকা বন্ধুদের চোখের সামনে নদীর জলে তলিয়ে যায় সে। কিন্তু সে উঠে আসছে না দেখে সঙ্গী বন্ধুরা হতভম্ব হয়ে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করে। তাদের ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকজন এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
ইত্যবসরে খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জের সদর থানা থেকে পুলিশের দল। তাঁরা তড়িঘড়ি ডেকে পাঠান এসডিআরএফকে। মূলত এসডিআরএফ-এর তৎপরতায় উদ্ধার করা হয় সংজ্ঞাহীন অরিজিৎকে। তাকে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালে। কিন্তু দুৰ্ভাগ্যবশত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
2023-03-08