উদয়পুরে বোমা নিক্ষেপে আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বোমা নিক্ষেপে আহত মহিলা৷ ঘটনা মঙ্গলবার সকাল সাড়ে দশটার নাগাদ উদয়পুরের রাজনগর শীতলা বাড়ি এলাকায়৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই মহিলা৷ রাজনৈতিক প্রতিহিংসা মূলক ঘটনার সাক্ষী রইল মন্দির নগরী৷ মঙ্গলবার দিন দুপুরে বোমা নিক্ষেপের এই ঘটনায় গুরুতর আহত হয় এক মহিলা৷ ঘটনা মঙ্গলবার দুপুরে মন্দির নগরী উদয়পুরের রাজনগর শীতলা বাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা পারুল বালা দাস নিজ বাড়ি থেকে রাস্তার পাশে স্নান করার জন্য যাওয়া সময় আচমকা ওনার সামনে একটি বোম বিস্ফোরণ ঘটে৷ এতে পারুল বালা দাস গুরুতর ভাবে আহত হন৷ স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখতে পান রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পরে রয়েছে পারুল বালা দাস৷ সাথে সাথে পরিবারের লোকজন সহ এলাকাবাসিরা সংজ্ঞাহীন অবস্থায় পারুল বালা দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আহত পারুল বালা দাসকে গোমতী জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন৷ গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক অজয় দাস জানান সংজ্ঞাহীন অবস্থায় পারুল বালা দাসকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরে আসে পারুল বালা দাসের৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷