বিশ্ববিদ্যালয় ক্রিকেট : নিয়ম রক্ষার শেষ ম্যাচেও হেরে বিদায় ত্রিপুরার

এভিবি ইউ:- ১৯৬/৭(২৫)

ত্রিপুরা:- ৯৮/৯(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও হারলো ত্রিপুরা। লীগ পর্যায়ের খেলায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় টিম যতটুকু অগ্রণী ছিল, পজিশন নির্ণায়ক লীগ ম্যাচে ততটুকুই যেন ব্যাকফুটে খেলেছে।‌ পজিশন ম্যাচে টানা তিন খেলায় হেরে ত্রিপুরা দলের এখন ঘরে ফেরার পালা। ত্রিপুরা দল আজ ৯৮ রানে হেরেছে অটল বিহারী বাজপেয়ি ইউনিভার্সিটির কাছে। রবিবার পূর্বাঞ্চল ইউনিভার্সিটি সঙ্গে ছয় উইকেটে হেরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এক ধাপ পিছিয়ে পড়েছিল। কার্যত বিদায় ত্রিপুরার সোমবারে কলহন ইউনিভার্সিটি-র কাছে ৩২ রানে হেরে। ভুবনেশ্বরে কিট ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা ইউনিভার্সিটি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অটল বিহারী বাজপেয়ি ইউনিভার্সিটি ২৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে পরিবেশ ধরের ৬৪ রান বেশ উল্লেখযোগ্য। ৩১ বল খেলে পরিবেশ ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মেরে ৬৪ রান পায়। এছাড়া রোহিত নেতানীর অপরাজিত ৫৫ রানও উল্লেখ করার মতো। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সন্দীপ সরকার ২১ রানে ২টি উইকেট দখল করে। এছাড়া, পামির দেবনাথ, পারভেজ সুলতান, দীপ্তনু চক্রবর্তী ও অভিজিৎ দেববর্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের ব্যাটসম্যানরা মূলতঃ ব্যর্থতার পরিচয় দেয়। ৪২ রানের মধ্যে পরপর ৩ উইকেটের পতন ত্রিপুরা দলকে পিছিয়ে দেয়। মিডল অর্ডারে শুভম সূত্রধর ১৯ রান পেলেও তেমনভাবে আর কেউ দলের হাল ধরতে পারেনি। এবং শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৯৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়‌। অটল বিহারি বাজপেয়ি ইউনিভার্সিটির মাহতাব খান ও সানি পাণ্ডে দুটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *