সাময়িক স্বস্তি পেলেন ইমরান খান, ১৩ মার্চ পর্যন্ত গ্রেফতারে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট

ইসলামাবাদ, ৭ মার্চ (হি. স.) : তোষাখানা মামলায় সাময়িক স্বস্তি । আগামী ১৩ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে । মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট সাময়িক রক্ষাকবচ দিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আগামি ১৩ মার্চ পর্যন্ত ইমরান খানের বিরুদ্দে ইসলামাবাদের আতিরিক্ত দায়রা বিচারক আদালতের জারি করা জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানার ওপরে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। পাশাপাশি আগামী ১৩ মার্চ ইমরান খানকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া বহু মূল্যবান উপহার সামগ্রী সরকারি সংগ্রহশালা বা তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দিয়েছেন বলে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে শাহবাজ শরিফ সরকার। ওই মামলার শুনানিতে একাধিকবার সমন করা সত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল।

গত রবিবার ওই গ্রেফতারি পরোয়ানা কারযকর করতে লাহোর ও ইসলামাবাদ পুলিশের বিশাল দল পৌঁছে গিয়েছিল ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে। যদিও খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। গ্রেফতারি পরোয়ানা বাতিলের আর্জি জানিয়ে সোমবার ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারকের আদালতের দ্বারস্ত হয়েছিলেন ৭০ বছর বয়সি পিটিআই নেতা। কিন্তু সেই আর্জি খারিজ করে জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন বিচারক। তার পরেই ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। শেষ পর্যন্ত ১৩ মার্চ পর্যন্ত রক্ষাকবচ মিলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *