পূর্ব বর্ধমান, ৭ মার্চ (হি.স.) : সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানে। ভাতারের বড়বেলুন গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর নাম সোনালি কোড়া, বয়স ১৮। মঙ্গলবার দুপুরে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, বাড়িতে পড়াশোনা নিয়েই তাঁকে বকাবকি করা হয়। তবে কিশোরী যে এমন চরম সিদ্ধান্ত নিয়ে নেবে, তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরাও। সোমবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভাতারের বড়বেলুন গ্রামের বাসিন্দা সোনালি কোড়া। বড়বেলুন মোহিনী মোহন বিদ্যাপীঠ স্কুলে পড়ত সে। এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। হাতে গোনা মাত্র কয়েকদিন পরই পরীক্ষা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতিতে যাতে খামতি না থাকে, সে কারণেই বকাবকি করেছিলেন তার মা। মৃতার আত্মীয়দের দাবি, মায়ের বকুনিতেই অভিমানে বাড়িতে ইঁদুর মারা বিষ খায় সে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।