শিলিগুড়ি, ৭ মার্চ (হি. স.) : শিলিগুড়ির ফুলবাড়ী-ঘোষপুকুর বাইপাসের কাছে এনজিপি থানার পুলিশ একটি গাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল রাজু ধর, সঞ্জয় সরকার, রবিদাস, ভাস্কর সাহা ও সুকুমার সাহা। এরা সবাই কোচবিহার জেলার বাসিন্দা।
মঙ্গলবার এনজেপি থানার তরফে জানানো হয়েছে, হোলি উপলক্ষে থানা এলাকায় তল্লাশি অভিযান চলছে। এদিকে সোমবার রাতে ফুলবাড়ী-ঘোষপুকুর বাইপাসে তল্লাশির সময় একটি চার চাকার গাড়ি থেকে প্রায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার গাঁজার আনুমানিক বাজার মূল্য আট লাখ টাকা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। কোচবিহার থেকে কলকাতায় গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে।