দীপকের অলরাউন্ড পারফরম্যান্সে ২ ম্যাচ পর জয়ে ফিরলো ইউ:‌ ফ্রেন্ডস

ইউনাটেড ফ্রেন্ডস-‌১৯৮

সংহতি-‌ ১১৬/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। দুরন্ত দীপক ক্ষৈত্রী। দীপকের অলরাউন্ড পারফরম্যান্সে দুই ম্যাচ পর জয়ে ফিরলো ইউনাটেড ফ্রেন্ডস। এবং আসরে দ্বিতীয় স্থান দখলও অনেকটা নিশ্চিত করে নিলেন রজত দে-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস ৮২ রানে পরাজিত করে সংহতি ক্লাবকে। বিজয়ী দলের দীপক ক্ষৈত্রী প্রথমে ব্যাট হাতে ১১৬ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন সকালে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে লড়াকু স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন দলের হয়ে খেলা ভিন রাজ্যের ক্রিকেটার তথা ত্রিপুরা রণজি দলের অলরাউন্ডার দীপক ক্ষত্রী। একসময় মাত্র ৮৩ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো ইউনাটেড ফ্রেন্ডস। ওই অবস্থায় ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে বুক চিতিয়ে লড়াই করে যান‌ ডান হাতি ব্যাটসম্যান দীপক। সাহেল দেববর্মা বড় স্কোর না গড়লেও দীপককে যোগ্য সঙ্গ দেন। শুরুতে ঠান্ডা মাথায় ব্যাট করলেও সেট হতেই দ্রুত রান তোলার দিকে নজর দেন দীপক। এবং ঝড়ো শতরান করেন। আসরে দীপকের এটি দ্বিতীয় শতরান। দীপক ৭৭ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৬ রান করেন। এছাড়া দলের পক্ষে উদীয়ন বসু ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪, সাহেল দেববর্মা ৫১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ (‌অপ:‌) রান করেন। সংহতি ক্লাবের পক্ষে শারুখ হুসেন (‌৪/‌৪৭) এবং প্রতীক সারগাদে (‌৩/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সংহতি ক্লাবের উপর ব্যাটের পর বল হাতে চরাও হয়েছেন দীপক। দ্রুত তুলে নেন ৩ উইকেট। এর থেকে আর ঘুরে দাড়াতে পারেনি সংহতি। তবে শেষ দিকে অমিত আলি যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৬০ রানের গন্ডি পার হতো না। সংহতি শেষ পর্যন্ত ১১৬ রান করতে সক্ষম হয়। অমিত ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে নিরুপম সেন চৌধুরি ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে দীপক ক্ষত্রী (‌৩/‌৯), দলনায়ক রজত দে (‌২/‌৬), অর্জুন দেবনাথ (‌২/‌১৫) এবং অভিজিৎ চক্রবর্তী (‌২/‌১৮) সফল বোলার। ‌‌‌‌  ‌‌ ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *