ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭মার্চ।। ফাইনাল আগামীকাল। খেতাবি দখলের লড়াইয়ে সোনামুড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে খেলবে বীরবিক্রম ক্লাব। আগামীকাল হবে ফাইনাল ম্যাচ। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে সোনামুড়া কোচিং সেন্টার। ব্যাটিং এবং বোলিং-দুই বিভাগেই সোনামুড়া কোচিং সেন্টার যথেষ্ট ব্যালান্সড। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারায় বীরবিক্রম ক্লাব। ফলে লড়াই জমবে।
2023-03-07