মেঘালয়ে এমডিএ-০২ সরকারে এনপিপির আট, ইউডিপি-র দুই এবং বিজেপির একজন পাবেন মন্ত্রিত্ব : কনরাড

শিলং, ৬ মার্চ (হি.স.) : মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র আট এবং বিজেপির একজন পাবেন পরিষদীয় মন্ত্রিত্বের পদ। জানিয়েছেন এনপিপি-প্রধান, বিদায়ী তথা ভাবী মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা।

আজ সোমবার শপথ গ্রহণের পর বিধানসভায় এমডিএ-০২-এর প্রথম বৈঠকে বসেছিলেন কনরাড সাংমা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়ে এনপিপি-প্রধান কনরাড সাংমা বলেন, মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স-০২ বলা হবে। কেননা, নতুন সরকারের অংশীদাররা প্রথম এমডিএ সরকারেও ছিলেন।

তিনি আরও জানান, শাসক জোটের চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী, অৰ্থাৎ কনরাড সাংমা। ১২ সদস্যের মন্ত্রিসভায় আটজন এনপিপি, দুটি ইউডিপি, একটি বিজেপি এবং একটি এইচএসপিডিপি-কে নেওয়া হবে। এক জিজ্ঞাসার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ১২ মন্ত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী সহ কেবল চারজনকে গারোপাহাড় এবং বাকি আট ক্যাবিনেট মন্ত্রীকে খাসিপাহাড় অঞ্চল থেকে বেছে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, বিধানসভার স্পিকার পদের জন্য ঐকমত্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্ত জোট অংশীদারের সাথে কথা বলবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *