ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। ফাইনালে সোনামুড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে খেলবে বীরবিক্রম ক্লাব। ৮ মার্চ হবে ফাইনাল ম্যাচ। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। সোমবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বীরবিক্রম ক্লাব ১০ উইকেটে পরাজিত করে শান্তিনগর প্লে সেন্টারকে। ম্যাচে বিজয়ী দলের সাগর দেবনাথ হ্যাটট্রিক করে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শান্তিনগর প্লে সেন্টার মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। বীরবিক্রম ক্লাবের দুই বোলার সাগর দেবনাথ এবং তন্ময় ভৌমিকের বিধ্বংসী বোলিংয়ে। শান্তিনগরের পক্ষে একমাত্র পিন্টু শীল কিছুটা প্রতিরোধ গড়ে তুলে। দলের ওই উইকেট রক্ষক ব্যাটসম্যানটি ২৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে সাগর দেবনাথ (২/৪) এবং তন্ময় ভোমিক (৪/৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বীরবিক্রম ক্লাব ১০.২ ওভারে কোনও উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে অণিরুদ্ধ দাস এবং শুভম দেবনাথ ৬০ রান যোগ করে দলকে জয় এনে দিতে ব্যাট হাতে বড় ভূমিকা নেয়। শুভম ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং অণিরুদ্ধ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়।
2023-03-06