নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.) : দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি অমিত শর্মা। সোমবার তাঁকে শপথ বাক্য পাঠ করান দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা। এর আগে দিল্লি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। আইন এবং বিচার মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে গত সপ্তাহেই নোটিশ জারি করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে সম্প্রতি বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছিল বিচারপতি পদের জন্য। যার মধ্যে ছিলেন অমিত শর্মাও। ৯ জানুয়ারি ২০২৩-এ দিল্লি হাইকোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে অতিরিক্ত বিচারপতি অমিত শর্মার নাম স্থায়ী বিচারপতি পদের জন্য প্রস্তাব করা হয়।