ভোপাল, ৫ মার্চ (হি.স.): নারীদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে মধ্যপ্রদেশ সরকার রবিবার একটি বিশেষ কর্মসুচির সূচনা করছে। “লাডলি বেহনা” নামে এই প্রকল্পে ২৩ থেকে ৬০ বছরের মহিলাদের একাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। ভোপালের জাম্বোরি ময়দানে আজ এক সমাবেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রকল্পের সূচনা করেন। এক লক্ষ মহিলা জনসমাবেশে উপস্থিত থাকবেন বলে খবর।
মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ থেকে ৬০ বছর বয়সী মহিলা যাদের ৫ একরের কম জমি এবং বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম তাঁদের প্রতি মাসে ১ হাজার টাকা দেওয়া হবে। আগামী ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত স্কিমের জন্য আবেদনগুলি পূরণ করা হবে, ১০ জুন থেকে অর্থ বিতরণ শুরু হবে।

