জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে বাইখোড়া ও জোলাইবাড়ী বাজারে এক বিজয় মিছিল সংগঠীত

শান্তিরবাজার, ৫ মার্চ (হি. স.) : এইবছরের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের স্বাদ পেয়েছে জোলাইবাড়ীবাসী। মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে এই পরিবর্তন সম্ভব হয়েছে। এই পরিবর্তনের আনন্দে মাতোয়ারাহয়ে জোলাইবাড়ী বিজেপি ও আই পি এফ টির যৌথ উদ্দ্যোগে বাইখোড়া ও জোলাইবাড়ী বাজারে বিজেপি ও আই পি এফ টি কর্মী সমর্থকদের নিয়ে এক বিজয় মিছিল সংগঠীত করাহয়।

আজকের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিায়ং সহ বিজেপি ও আই পি এফ টির নেতৃত্ববৃন্দরা। বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের জন্য সকলে মন্ডল সভাপতি অজয় রিয়াংকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি ও আই পি এফ টি কতৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিলে ব্যাপক হারে লোকগমাগম ঘটে। মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *