ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। আগরতলা প্রেসক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস” শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইন্ডোর-আউটডোর গেমসের পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যাবৃন্দের পরিবার পরিজনরা ও অংশ নিতে পারবে। আগরতলা প্রেসক্লাবের এবারকার স্পোর্টস সাব কমিটির প্রথম এবং বিশেষ বর্ধিত সভায় আজ, রবিবার মুখ্যত এ বিষয়ে বেশ কিছু গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দরাও উপস্থিত ছিলেন। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী ২০ মার্চে লুডো, ২২ মার্চে চাইনিজ চেকার্স, ২৪ মার্চে দাবা, ২৬ মার্চে ক্রিকেট, ২৮ মার্চে ক্যারাম, ৩০ মার্চে টেবিল টেনিস এবং ১লা এপ্রিল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পর ২রা এপ্রিল বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। সবকটি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয়-বিভাগের সদস্যরাই অংশ নিতে পারবে। ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারী প্রেসক্লাবের সদস্য-সদস্যাবৃন্দকে প্রেস ক্লাবে ১৬ মার্চের মধ্যে নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হচ্ছে। মৈত্রী ও সমন্বয় সাধনের কথা চিন্তা করে কলকাতা এবং বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে আগরতলা প্রেসক্লাবের ফুটবল বা ক্রিকেট ম্যাচের আয়োজনের ব্যবস্থা করা হবে। এপ্রিল মাসে ত্রিপুরার বিভিন্ন জেলার প্রেসক্লাবকে আমন্ত্রণ জানিয়ে ফুটবল টুর্নামেন্টেরও উদ্যোগ নেয়া হবে। আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক তথা স্পোর্টস সাব কমিটির কনভেনর অভিষেক দে এ সংবাদ জানালে ক্লাব সচিব রমাকান্ত দে এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-03-05