উত্তরকাশী, ৫ মার্চ (হি.স.): জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা। প্রথমে শনিবার মাঝরাতে ভূমিকম্প অনুভূত হয় উত্তরকাশীতে, প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫। এরপর রবিবার সকালেও হালকা তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, তীব্রতা ছিল ১.৮। জোশীমঠে বিপর্যয়ের মাঝেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরকাশীর বিস্তীর্ণ এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরকাশীর ভটবাড়ীর সিরোর গ্রামের কাছাকাছি একটি জায়গায়। যদিও এর ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মধ্যরাতের আতঙ্ক কাটতে না কাটতেই রবিবার সকাল ১০.০৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় উত্তরকাশীতে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ১.৮।

