পাটনা, ৫ মার্চ (হি.স.): পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা বরদাস্ত করবে না বিহার ও তামিলনাড়ু সরকার। বললেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, বিহার সরকার এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। তাই তামিলনাড়ুতে একটি টিম পাঠানো হয়েছে। বিহার এবং তামিলনাড়ু, উভয় সরকারই এটি সহ্য করবে না।
তেজস্বী যাদব আরও বলেছেন, একটি সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিহারের বিজেপি সভাপতি তামিলনাড়ুর বিজেপি প্রধানকে ফোন করেছিলেন যিনি তাঁকে বলেছেন, তামিলনাড়ুতে এমন কোনও ঘটনা ঘটেনি। আমাদের সরকার সত্য অনুসন্ধানে একটি দল পাঠিয়েছে। তামিলনাড়ুর কিছু জেলা পরিযায়ী শ্রীমিকদের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেছেন, আপনারা কী এই বিষয়ে ভারত সরকারের কোনও উদ্বেগ দেখতে পাচ্ছেন? দুই রাজ্যের মধ্যে এই বিষয়টি সমাধানের জন্য ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

