বিজেপির বুথ অফিস ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা,৪ মার্চ(হি.স.): রাতের আঁধারে দুষ্কৃতিদের হাতে শাসক দলের বুথ কার্যালয় ভাঙার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে সরব হয়েছেন বিজেপি কর্মী সর্মথকরা। ঘটনা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকায়। অবরোধের জেরে রাস্তায় যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অবশেষে সুষ্ঠ বিচারের আশ্বাস পেয়ে কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সহ নিরাপত্তা কর্মী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত।

জনৈক বিজেপি কর্মী জানিয়েছেন, শুক্রবার রাতে ইন্দ্রনগর বিজেপি মন্ডল অফিসে তালা লাগিয়ে সব কর্মীরা বাড়ি চলে গিয়েছিল।আজ সকালে তাঁরা এসে বুথ অফিসে ভাঙচুরের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তাদের অভিযোগ, রাতের আঁধারে বামগ্রেসের কর্মীরা পরাজয় স্বীকার করতে না পারার ফলে রাজ্যে অশান্তির বার্তাবরণ সৃষ্টি করতে বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছেন। এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সরব হয়েছেন কর্মী সর্মথকরা। ওই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশন। পুলিশ অবরোধকারীদের সাথে কর্থা বাতা বলেন। সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করেছেন কর্মী সর্মথকরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। তাঁর অভিযোগ,ভোটের ফলাফলের পর পরিকল্পিত ভাবে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বাম ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে তাদের পরাজয় মেনে নিতে পারছেন না ফলে বিজেপি কর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ চালাছে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *