কলকাতা, ৪ মার্চ (হি.স.) : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। শনিবার রায় দিল কলকাতা হাই কোর্ট।
দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন গরুপাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত। শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে।
দিল্লি যাওয়া আটকাতে একাধিকবার একাধিক আদালতে আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বারবার বলেছেন শারীরিক অসুস্থতার কথা। শুক্রবারই তাঁর আরজি খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। কলকাতা হাই কোর্টে অবশ্য ওইদিন মামলার শুনানি হয়নি। শনিবার সকাল ১১টায় শুনানির সময় ধার্য করা হয়েছিল বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে। সেইমতো এদিন শুনানির পর প্রথমার্ধ্বে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। বিকেলে রায়ঘোষণায় জানা গেল, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় ইডির উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট।

