জিরিঘাট (অসম), ১ মার্চ (হি.স.) : অবৈধ বার্মিজ সুপারি সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের ।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ জেলার জিড়িঘাট থেকে দুটি ট্রিপার গাড়ি সহ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।
পুলিশ সুপার জানান, ট্রিপার গাড়ি দুটি মণিপুর থেকে ব্রামিজ সুপারি নিয়ে জিরিঘাট হয়ে কাছাড় জেলায় প্রবেশ করার সময় তালাশি অভিযানে ৪০ বস্তায় ৪ (চার) টন বার্মিজ সুপারি বাজেয়প্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে দুই গাড়ি চালক কালাইন জালালপুর এলাকার জনৈক নাসির উদ্দিন, কালাইন দ্বিতীয় খণ্ডের জাহির উদ্দিন লস্করকে।
তিনি জানান, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ধৃত দুই ব্যক্তির মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তাদের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। বার্মিজ সুপারি পাচারের সঙ্গে কাছাড়ের কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সুপারি পাচারের ফরয়ার্ড এবং বেকওয়ার্ড লিংকও দেখা হচ্ছে, জানান পুলিশ সুপার মাহাতো।