আগরতলা, ১ মার্চ (হি.স.): ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আগামীকাল ২ মার্চ আরক্ষা বাহিনী সদরে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের মধ্যে সাহস জাগানোর উদ্দেশ্যে ফ্ল্যাগ মার্চ করেছে।
এদিন অজয় কুমার দাস জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে ৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত সদর মহকুমা একলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদর মহকুমা শাসক থেকে মাইকিং করে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে বলেন তিনি। তাঁর দাবি, ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে আগরতলা উমাকান্ত একাডেমিতে। ভোট গণনার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
সাথে তিনি আরও জানিয়েছেন, ভোট গনণার দিন কোনো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পৃথক পৃথক জায়গায় অবস্থান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ভোট গণনার দিন গোটা সদরে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের টহলধারী করবে। সারাদিন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা তাঁদের কাজ করবে।
রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কাছে তিনি আবেদন করেছেন সদর মহকুমায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করার জন্য। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে অতিসত্তর তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন বলে দাবি করেন অজয় কুমার দাস।