শান্তি দৌত্য ব্যর্থ করে  বামগ্রেস হামলায় আহত বিজেপি সমর্থক : তছনছ বাড়িঘর : গ্রেফতার তিন : উত্তেজনা চরমে 

শান্তি আহবান প্রত্যাখ্যান, বামগ্রেস সমর্থিত দুষ্কৃতিদের হামলায় বিজেপি সমর্থকের পরিবার আক্রান্ত, প্রতিবেশী সহ আহত তিন, গ্রেফতার ৩, কমলপুরে উত্তেজনা চরমে

আমবাসা (ত্রিপুরা ), ১ মার্চ(হি. স.) : বিধানসভা নির্বাচনের গণনার আগেই আবারও সন্ত্রাসে আতঙ্ক ছড়িয়েছে কমলপুরে। ধলাই জেলায় কমলপুর মহকুমায় দশমীঘাট এলাকায় বামফ্রন্ট ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিদের সম্মিলিত হামলায় আহত হয়েছে বিজেপি সমর্থক এক পরিবারের দুইজন সহ আরো একজন। ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। তাতে, উত্তেজনা চরমে পৌছেছে।  

প্রসঙ্গত, নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের সমস্ত চেষ্টাকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুষ্কৃতি হামলায় আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার আনুমানিক মধ্যরাতে এই ঘটনা ঘটেছে কমলপুর শহরের দশমীঘাট এলাকায়। রাতেই পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করেছে হামলার ঘটনায় জড়িত তিন জনকে। বুধবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার আনুমানিক মধ্যরাতে দশমীঘাট এলাকার বিজেপি সমর্থক অজয় দাসের বাড়িতে হামলা চালিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থক দুষ্কৃতিদের পনেরো জনের একটি দল।  ভারী অস্ত্রশস্ত্র সহ বাড়িঘর তছনছ করে দেয় তার। হামলা প্রতিরোধে এগিয়ে এলে বাড়ির দুই মহিলা সদস্য গীতা দাস(৫৫ ) এবং তাঁর পুত্রবধূ রিঙ্কি দেব দাস(২৮ )কে গুরুতর জখম করেছে দুষ্কৃতিকারীরা।

এদিকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশী জয়ন্ত মণ্ডল(৩০) এগিয়ে যান এবং তিনিও দুষ্কৃতি হামলায় আহত হন।  এই গন্ডগোলের খবর পেয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ পুলিশ ছুটে গেছে ।  ঘটনাস্থল থেকে পুলিশ দীর্ঘদিন এলাকা থেকে গা ঢাকা দিয়ে থাকা এবং নির্বাচনের ঠিক আগে ফিরে আসা সিপিএমের এক সময়ের ডাক সাইটে নেতা পিন্টু শীল এবং সমীরণ দাসকে গ্রেফতার করেছে।  বুধবার ভোরে এই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে দশমীঘাট এলাকার সুভাষ দাসকেও জালে তুলেছে পুলিশ।  

এই ঘটনায় শহর জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই সিপিএম কার্য্যালয়ে দলীয় সমর্থকরা জড়ো হতে থাকেন।  বিজেপি কার্যালয়েও জড়ো হন দলের কর্মী সমর্থকেরা।  তবে বিজেপি নেতৃত্ব কর্মীদের শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন।  পুলিশ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো প্রস্তুতি নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *