ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন গন্ডাছড়ার। এবারের মতো রাজ্য সিনিয়র ক্রিকেটে মূলপর্বে খেলার ছাড়পত্র পায়নি, তবে গ্রুপ লীগের পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয়ী হয়ে গন্ডাছড়া চতুর্থ স্থানে থেকে আগামী দিনে সাফল্য প্রাপ্তির ইঙ্গিত দিয়েছে। আজ, মঙ্গলবার খেলা ছিল অমরপুরে রাঙামাটি মাঠে। টিসিএ আয়োজিত রাজ্য সিনিয়র ক্রিকেটে প্লেট গ্রুপে এ-বিভাগের লিগ পর্যায়ের শেষ ম্যাচে গন্ডাছড়া ৪ উইকেটে জিরানিয়াকে পরাজিত করেছে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে গন্ডাছড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। জিরানিয়া ৪০ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অনীক পাল অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৪২ রান পায়। গন্ডাছড়ার শেখর দেব ৩৩ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া রূপায়ণ চাকমা একটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে গন্ডাছড়া ২৮.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শেখর দেব দুর্দান্ত ৫২ রান পায়। শেখর ৫৯ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫২ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। নয়ন চাকমা পেয়েছে ৪৬ রান। জিরানিয়ার প্রবাল মজুমদার ৪৭ রানে চারটি উইকেট পেলেও গন্ডাছড়ার জয় আটকাতে পারেনি।