আশ্রমেই শিষ্যাকে ধর্ষণ মামলা : যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসারাম বাপু

গান্ধীনগর, ৩১ জানুয়ারি (হি.স.): আশ্রমে শিষ্যাকে ধর্ষণ মামলায় একদিন আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন স্বঘোষিত গুরু আসারাম বাপু। সোমবার গুজরাটের গান্ধীনগরের দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ২০১৩ সালে এই ধর্ষণের মামলা দায়ের হয়েছিল আসারামের বিরুদ্ধে। মঙ্গলবার আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে গান্ধীনগরের ওই আদালত।

আসারামের বিরুদ্ধে আহমেদাবাদের চাঁদখেরা থানায় এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআরে বলা হয়েছিল, ২০০১ থেকে ২০০৬ সালে ওই শিষ্যাকে একাধিক বার ধর্ষণ করেছিলেন আসারাম। আহমেদাবাদ শহরের উপকণ্ঠে তাঁরই আশ্রমে থাকতেন নির্যাতিতা। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ২(সি) (ধর্ষণ), ৩৭৭ (অস্বাভাবিক অপরাধ) ধারায় আসারামকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আর মঙ্গলবার আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল গান্ধীনগরের আদালত।