আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স): ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিনে বিভিন্ন দলের প্রার্থী রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ সুদীপ রায় বর্মন ৬ আগরতলার কেন্দ্রে পুনরায় কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা এবং ৯ বনমালীপুরে কংগ্রেস প্রার্থী গোপাল রায়ও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে বাধারঘাট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাজকুমার সরকারও এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়ন পত্র প্রথম জমা দিলেন কংগ্রেস প্রার্থী গোপাল রায়। এদিন সুদীপ রায় বর্মণ জেলা শাসক কার্যালয়ের রিটানিং অফিসার তড়িৎ চাকমার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটা নতুন ভোরের আশায় তাকিয়ে রয়েছে ত্রিপুরার মানুষ। ত্রিপুরাবাসীর এই আশাকে পূর্ণ করার লক্ষেই কংগ্রেস প্রাথী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, সাধারন মানুষ বতর্মান সামাজিক পরিস্থিতি বুঝতে পেরেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহন করে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে সুদীপ রায় বর্মণ আশা ব্যক্ত করেছেন।এদিকে আশীষ কুমার সাহা মনোনয়ন পত্র জমা দিয়ে প্রত্যয়ের সুরে বলেন, সাধারণ মানুষ পরিবর্তনের দিশায় ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।