কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.) : নদীয়ার হাঁসখালি ধর্ষণ ও খুনের মামলায় নয়া মোড়। নির্যাতিতার পরিবারের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হল রাজ্য সরকারের কাছে। এই মর্মে হাইকোর্টে মামলাও করা হয়েছে। সোমবার মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। নির্যাতিতার আইনজীবী ও রাজ্য সরকার এই দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাইকোর্ট শুনানি স্থগিত রাখে।
মৃতার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি এদিন আদালতে জানান, সিবিআই এই মামলার তদন্ত করছে। তাদের তরফে চার্জশিট পেশ করা হয়েছে। তবে মৃতার পরিবারের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন জানান হয়েছে।
আইনজীবী আদালতকে আরও জানান, রাজ্য সাধারণত ৫ লাখ টাকা দেয়। তবে তাঁদের তরফে সুপ্রিম কোর্টের একটা রায় উল্লেখ করে ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর আবেদন জানানো হয়।