ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। দুরন্ত উত্তম কলই। উত্তমের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো আমবাসা মহকুমা। ৫৬ রানে পরাজিত করলো সাব্রুম মহকুমাকে। এ জয়ের সুবাদে আম বাসায় সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। বিজিত সাব্রুম মহকুমা দলই গ্রুপ চ্যাম্পিয়ন এর স্বীকৃতি পেয়েছে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমবাসা টসে জয়লাভ প্রথমে ব্যাট নিয়ে ৩০১ রান করে। দলের পক্ষে উত্তম কলই ৫৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, প্রসেনজিৎ দাস ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, ফনি ভূষন দেব ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,দেবোত্তম দেব ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,সাগর দেব ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩,মনিষ রুদ্র পাল ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং রূপন্ত দাস ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। সাব্রুমের পক্ষে মতি ত্রিপুরা (৩/২৫), রণজিৎ দেবনাথ (২/৫৬) এবং রাজেশ সরকার (২/৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ২৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার রণজিৎ দেবনাথ ৯৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, বিশ্বজিৎ দেবনাথ ৬৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,সুপ্রকাশ গোস্বামী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং রাজেশ সরকার ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। আমবাসার পক্ষে দেবোত্তম দেব (৩/২৮), উত্তম কলই (৩/৪২) এবং রূপান্ত দাস (২/৫৮) সফল বোলার।
2023-01-30