ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। প্রথম জয়ের আনন্দটাই আলাদা। সেমিফাইনালে খেলার এবারের মতো কোনও সুযোগ নেই, তবুও সিনিয়র রাজ্য ক্রিকেটে কাঞ্চনপুর মহকুমা দল দুই উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে জিরানিয়াকে হারিয়ে। নিয়ম রক্ষার আরও একটি ম্যাচ রয়েছে। তবুও ক্রিকেট মাঠে একটা জয় টিমের মনোবল অনেকটা বাড়িয়ে দেয়। খেলা ছিল অমরপুরের রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে জিরানিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৬ ওভার ৪ বল খেলে ১৮২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে পরমজিত ঘোষ সর্বাধিক ৩৬ রান পায়। কাঞ্চনপুরের জুয়েল দেব ৩৪ রানে চারটি এবং দেবাশীষ চাকমা ত্রিশ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর ২৯ ওভার ৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অনুকূল নাথের ৫৯ রান যথেষ্ট কাজে এসেছে। অনুকূল তেত্রিশ বল খেলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাকিয়ে ৫৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, জয়দীপ নাথের ৩৩ বলে ৩৬ রানও উল্লেখ করার মতো। জিরানিয়ার আশিস ঋষি দাস ৩৮ রানে তিনটি উইকেট পেয়েছিল।
2023-01-28