শ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.): আপাতত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া, আগামী ১২ ঘন্টার মধ্যে বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই কাশ্মীর উপত্যকায়। তবে, আগামী সপ্তাহে ফের হতে পারে তুষারপাত। এদিকে, জম্মু ও কাশ্মীরে ফের একটু বাড়ল ঠান্ডা। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৯ ডিগ্রি এবং গুলমার্গ মাইনাস ৭.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
লাদাখের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যেখানে লেহ-তে তাপমাত্রা ছিল মাইনাস ১৩.৬ ডিগ্রি। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি, কাটরাতে ৬.৬, বানিহালে ২.৫ এবং ভাদেরওয়াহতে মাইমাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীর এই মুহূর্তে ৪০ দিন ব্যাপী ”চিল্লাই কালান”-এর অধীনে, ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সময়কাল আগামী ৩০ জানুয়ারি শেষ হবে।