ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। নিয়ম রক্ষার জয় পেয়েছে এডি নগর প্লে সেন্টার। হারিয়েছে কর্নেল চৌমুহনি ক্রিকেট কোচিং সেন্টারকে ১৯০ রানের ব্যবধানে। ইতিমধ্যে গ্রুপ-এ থেকে দুটো দল সেমিফাইনালের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে। স্বাভাবিক কারণে এডি নগরের আজ নিয়ম রক্ষার-ই জয় বলা যেতে পারে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকাল সোয়া ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আদিত্য দে’র দুর্দান্ত শতক যথেষ্ট উল্লেখের দাবি রাখে। আদিত্য ৭৯ বল খেলে ১২টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রান সংগ্রহ করে দলকে বড় স্কোরে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া সুশোভন চক্রবর্তীর ৭০ রান এবং তপজ্যোতি ঘোষের একুশ রান উল্লেখ করার মতো। কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারের অঙ্গত শীল দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ৪১ ওভার খেলে ৭১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বড় স্কোর বলতে নীল দেববর্মার ১৫ রান-ই উল্লেখ করার মতো। এডি নগরের স্নেহাংশু দত্ত, কিষান সরকার ও শুভ্রজিত শর্মা প্রত্যেককে দুটি করে উইকেট পেয়েছে। উপলক্ষ দে ও রাকিব মিয়া পেয়েছে একটি করে উইকেট।