রিপোর্ট কার্ড তুলে ধরলেন কৈলাসহেরর বিধায়ক মবস্বর আলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ কৈলাসহর সিপিআইএম মহকুমা অফিস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবসর আলী৷ মূলত ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উনি বিধায়ক হওয়ার পর থেকে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার একটি রিপোর্ট কার্ড তুলে ধরেন৷
বিধায়ক হওয়ার পর দল ক্ষমতাচ্যুত হয়৷ সেহেতু বিরোধী দলের বিধায়ক৷ তাই যতটুক সম্ভব কৈলাসহরের উন্নয়নের জন্য  বিধানসভায় কথা বলেছেন বলে জানান৷  পাশাপাশি ধন্যবাদ জানান কৈলাসহবাসীকে৷ অন্যদিকে তাকে প্রশ্ণ করা হলে আসন্ন ২০২৩ বিধানসভায় আপনি কি কৈলাশহর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ? উত্তরে বলেন দল যা  দায়িত্ব দেবে তা মাথা পেতে নেবেন৷  জোট সঙ্গী কৈলাসহর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলে তার হয়ে প্রচার করবেন  কিনা জিজ্ঞাসা করলে জানান এটাও দলের সিদ্ধান্ত৷ দল যদি নির্দেশ দেয় তাহলে নিশ্চয়ই সেটাও পালন করবেন৷  শেষে জানান অতি উৎসাহে  উৎসাহিত হননা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *