নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): বড়সড় ধাক্কা খেল কংগ্রেস! কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়েছেন এ কে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনির। বুধবার সকালে টুইট করে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন অ্যান্টনির ছেলে অনিল। টুইটে তিনি লিখেছেন, জাতীয় কংগ্রেসও কেরল কংগ্রেসে নিজের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।
জাতীয় কংগ্রেস ও কেরল কংগ্রেসকে ট্যাগ করে অনিল টুইটারের মাধ্যমে আরও জানিয়েছেন, ঘৃণা প্রত্যাখ্যান করেছি আমি। ভালোবাসাকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন। অর্থাৎ দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই কংগ্রেস ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে অনিল কে অ্যান্টনি।