করিমগঞ্জে সরস্বতী পূজাকে স্বচ্ছ, সবুজ ও বর্জ্যবিহীন করার নির্দেশ

করিমগঞ্জ (অসম) ২৪ জানুয়ারি (হি.স.): সরস্বতী পূজা সহ সব ধর্মীয় অনুষ্ঠানে স্বচ্ছ, সবুজ ও বর্জ্যবিহীন অনুষ্ঠান আয়োজনের নির্দেশাবলী করিমগঞ্জ পুরসভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

করিমগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এক পত্রযোগে স্কুলসমূহের পরিদর্শককে প্রতিটি বিদ্যালয়ে এই নির্দেশাবলী জানিয়ে দিতে আহ্বান জানিয়েছেন। এতে প্রতিটি অনুষ্ঠান বর্জ্যবিহীন নীতি অবলম্বন করে অনুষ্ঠিত করতে বলা হয়েছে, যাতে খুব কম বর্জ্য নিষ্কাশিত হয় এবং তা সুরক্ষিতভাবে নষ্ট করা সম্ভব হয়।

জানানো হয়েছে, এই প্রক্রিয়া তখনই সম্ভব হবে যখন পরিবেশবান্ধব সামগ্রীর প্রচার ও ব্যবহার করা হবে এবং এ ধরনের অনুষ্ঠানে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। এছাড়া এই নির্দেশাবলীতে অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার, অনুষ্ঠানস্থলের ভিতরে, খাওয়ার স্থানে ও টয়লেটে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *