গোয়ালিয়র, ২৩ জানুয়ারি (হি.স.) : সোমবার দাতিয়ার মা পীতাম্বরা পীঠ পরিদর্শন করে প্রার্থনা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। পাশাপাশি তিনি বনখণ্ডেশ্বর মহাদেব মন্দিরেও পুজো দেন।
এর আগে বিমানে করে গোয়ালিয়রে পৌঁছেছিলেন গড়করি। এখান থেকে তিনি দাতিয়া চলে যান। দাতিয়ায় মা পীতাম্বরা পীঠ এবং ভাংখণ্ডেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনা করেন গড়করি। দাতিয়া থেকে ওরছার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্রও।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় গড়করি ঘোষণা করেন, দাতিয়ার নতুন কোতোয়ালি থেকে মা পিতাম্বরা পীঠ পর্যন্ত ওভার ব্রিজ এবং মা পিতাম্বরা মন্দিরের উত্তর গেট থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তা দ্বিগুণ এবং সজ্জিত করা হবে।