যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালিত নেতাজীর জন্মজয়ন্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ আগরতলা কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালন করা হয়৷  নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে সোমবার সকালে পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ পতাকা উত্তোলন শেষে দলের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন  বীর সেনানী নেতাজি ছিলেন আপোষহীন সংগ্রামী৷ উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড মনিপুর থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রাম শুরু করেছিলেন৷ নেতাজির আদর্শকে পাথেয় করেই কংগ্রেস ত্রিপুরা সহ সারা দেশে সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ নেতাজির আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রতিও তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ আগরতলা কংগ্রেস ভবন ছাড়াও রাজ্যের সর্বত্র কংগ্রেস দলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *