লাদাখের কথা শুনুন এবং আদিবাসীদের রক্ষা করুন : কেন্দ্রের উদ্দেশে মন্তব্য খাড়গের

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত লাদাখের জনগণের কথা শোনা এবং তাঁদের স্বার্থ রক্ষা করা ।

খাড়গে বলেন, “লাদাখের মানুষ ঐক্যবদ্ধভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে এই অঞ্চলের আদিবাসীদের জন্য সুরক্ষা দাবি করছে। কিন্তু আপনার সরকার লম্বা প্রতিশ্রুতি দিয়েও প্রতারণামূলকভাবে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “বাছাই করা বন্ধুদের উপকার করার জন্য মোদী সরকার লাদাখের পরিবেশ-হিমালয় হিমবাহকে কাজে লাগাতে চায়, এটি সর্বজনবিদিত। সাংবিধানিক সুরক্ষা অস্বীকার করে, একটি কৌশলগত সীমান্ত অঞ্চলে ভারতের জাতীয় নিরাপত্তাকেও বিপন্ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *