শারুকের পাঁচ উইকেট সত্বেও ত্রিপুরাকে ছাপিয়ে এগিয়ে বাংলা

ত্রিপুরা-‌ ২০৫ &‌ ৫০/‌১

বাংলা-‌২৯৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। লিড বাংলার। প্রথম ইনিংসে পিছিয়ে পড়লো ত্রিপুরা। এখন ম্যাচ বাছাতে লড়াই করতে হবে রাজ্যদলকে। আপাতত দ্বিতীয় দিনের শেষে ৪০ রানে পিছিয়ে সফররত ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। আজ তৃতীয় দিনে ব্যাটসম্যানদের দিকে তঁাকিয়ে থাকতে হবে রাজ্যদলকে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যান-‌রা সফল না হলে মরশুমের প্রথম পরাজয়ের মুখ দেখতে হবে জয়ন্ত দেবনাথের দলের। অথচ সল্ লেইক স্টেডিযামে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করেছিলো ত্রিপুরা। দ্রুত উইকেট তুলছিলো বাংলার। কিন্তু সকালের উইকেটের স্যাতস্যাতে ভাব উধাও হতেই বোলাররা তেমন মাথাচারা দিয়ে উঠতে পারেননি।যার সুবিধে নিলো স্বাগতিক বাংলা দলের ব্যাটসম্যান-‌রা। একসময় ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে গভীর খাদের কিনারায় ছিলো বাংলা। ওই অবস্থায় বাংলাকে টেনে তুলেন বিকাশ এবং প্রয়াশ রায় বর্মন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। সপ্তম উইকেটে ওই জুটি ২৩২ বল খেলে ১৪২ রান যোগ করে বাংলাকে লিড এনে দেন। বিকাশ ১৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ এবং প্রয়াশ ১৩৫ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯১ রান করেন। এছাড়া শেষ দিকে দলনায়ক কৌশিক মাইতি ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। বাংলা ৮৪.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৫ রান করে। ত্রিপুরার পক্ষে শারুক হুসেন (‌৫/‌৪৮) এবং তাপস মন্ডল (‌২/‌৪৪) সফল বোলার। ৯০ রানে পিছিয়ে থেকে শুরুতেই ফর্মে থাকা সেন্টু সরকারকে (‌৯)কে হারিয়ে চাপে পড়ে যায় ত্রিপুরা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ২২ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫০ রান করে। পল্লব দাস ৫৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৪ রানে এবং অর্কপ্রভ সিনহা ৬ রানে অপরাজিত থেকে যান। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *