ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। পর পর তিনদিন। পয়েন্ট হলো ভাগ। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। রবিবার পয়েন্ট ভাগ করলো হোলিক্রশ স্কুল এবং বিশ্রামগঞ্জ প্রে সেন্টার। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুল এগিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। হোলিক্রশ স্কুলের পক্ষে অনিতা ঝারা এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের পক্ষে সীতামনি ওরাং গোল করে। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে এই আসর।
2023-01-22

