জাতীয় ‌সিনিয়র মহিলা ক্রিকেট বরোদায় আজ ত্রিপুরা – এম.পি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রাখতে আগামীকাল মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা মধ্যপ্রদেশ। বরোদার ইনফিপ্রো স্পোর্টস ক্লাব মাঠে হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেটে। দুই দলই ইতিমধ্যে ২ টি করে ম্যাচ খেলে নিয়েছে। ২ ম্যাচ খেলে মধ্যপ্রদেশের পয়েন্ট ৮ এবং ত্রিপুরার পয়েন্ট ৪। দুদলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। শক্তির দিক দিয়ে বিপক্ষ দল কিছুটা এগিয়ে থাকলেও অন্নপূর্ণারা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। কোচ শ্রাবণী দেবনাথ টেলিফোনে বলেন, “শেষ ম্যাচে জয়, দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়েছে। আশাকরি মধ্য প্রদেশের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখবে”।‌