নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে করিমগঞ্জে অল ইন্ডিয়া ডিএসও-র আলোচনাসভা

করিমগঞ্জ (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মদিবসকে অন্যান্যবারের মতো এবারও অল ইন্ডিয়া ডিএস বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করে নেতাজির অপূর্ণ কাজকে পূরণ করার উদ্দেশ্যকে সামনে রেখে অঙ্গীকারবদ্ধ হয়েছে।

আজ রবিবার করিমগঞ্জের লক্ষ্মীচরণ রোডের অভয়া বিদ্যাপীঠে অল ইন্ডিয়া ডিএসও এবং স্থানীয় ছাত্রছাত্রীরা মিলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে সামনে রেখে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমে নেতাজির জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ডিএসও কর্মী লক্ষ্মী চন্দ। তার পর বক্তব্য পেশ করেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক ও মণিমুক্তা বিদ্যামন্দিরের শিক্ষিকা পিকলু দাস।

তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনসংগ্রামের চর্চা যত বেশি হবে ততই দেশের মঙ্গল। বিশেষ করে ছাত্র-যুবকদের। পিকলু দাস বলেন, ‘আমি জানি, ডিএসওর সংগঠকরা সেই কাজ করে চলেছেন এবং তার জন্য নেতাজির চর্চা অনেকটা বৃদ্ধি পেয়েছে।’ তাই লক্ষ্মীচরণ রোডের ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
এছাড়া লক্ষ্মীচরণ রোডের স্থানীয় বিশিষ্ট ব্যক্তি প্রণবকুমার শর্মা ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজির জীবন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ-রকম অনুষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের আন্তরিক প্রশংসা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে নেতাজির ওপর নির্মিত একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে সন্দীপ চন্দ। তার পর সংগীত পরিবেশন করে উপাসনা মালাকার, রাজা চন্দ, পূজা আচার্য, অঙ্কিতা মালাকার। নৃত্য পরিবেশন করে প্রিয়াঙ্কা মালাকার, মোনালি দত্ত, রাখশা চন্দ। শেষে সঙ্গীতা মালাকারের নৃত্যের মাধ্যমে আজকের নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আগামীকাল ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ঘরে ঘরে পালন করার আহ্বান রেখেছেন সংগঠনের শহর কমিটির সম্পাদক জয়দীপ দাস।