নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় রাজনৈতিক সন্ত্রাস দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করলেও বিভিন্ন স্থানে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তাতে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়া নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷ ইতিমধ্যেই বিরোধী দলগুলো আমার ভোট আমার অধিকার প্রোগ্রাম নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ গতকাল রাতেও আগরতলার শহর সংলগ্ণ সুভাষ নগর এ এক কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ৷ তাতে কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মন আহত হন৷ এই ঘটনায় পুরো নিগমের কর্পোরেটরসহ বিজেপির বেশ কয়েকজন নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ৷ এ ব্যাপারে রাতেই আগরতলা পূর্ব থানায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে৷ রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়৷ পূর্ব থানা সূত্রে জানা গেছে,কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মনের উপর আক্রমণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ৷ সুভাষ নগর এলাকায় শনিবার রাতে কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মনের উপর কিছু দুর্বৃত্ত আক্রমণ সংগঠিত করেছে বলে অভিযোগ৷ পরবর্তী সময়ে এ বিষয়ে সে কংগ্রেস কর্মী পূর্ব থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে অভিযুক্ত কর্পোরেটর সুশান্ত ভৌমিক, বিজেপির বুথ সভাপতি টিংকু দেবনাথ, খোকন দাস, ভাস্কর পালকে জালে তুলে৷ কিন্তু এদিকে আহত কংগ্রেস কর্মীর কাছ থেকে জানা যায় বুথ সভাপতি টিংকু দেবনাথ এবং এলাকার কাউন্সিলর সুশান্ত ভৌমিকের নেতৃত্বে এলাকার রিংকু দেবনাথ, শুভ্র দাস, খোকন দাস, সুবীর সাহা, শান্তা দে, প্রবীর সাহা সহ কিছু দুর্বৃত্তরা তাকে এদিন বাড়ির লাইট বন্ধ করে মারধর করেছে৷ পরে রাতে আহত কংগ্রেস কর্মী পঙ্কজ বর্মণকে আই জি এম হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসক৷
2023-01-22

