ক্রীড়া প্রতিনিধি, লংতরাইভ্যালি, ২২ জানুয়ারি।। লংতরাইভ্যালি মহকুমায় সেরা ছৈলেংটা ক্রিকেট জোন। মহিলা ক্রিকেটে। সোমবার ঘাগড়াছড়া স্কুল মাঠে হয় ফাইনাল ম্যাচটি। তাতে ছৈলেংটা জোন ২ উইকেটে পরাজিত করে মনুঘাট ক্রিকেট জোনকে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট জোন ২০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ভুখুরুইটি ত্রিপুরা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সোনাই গোস্বামী ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ছৈলেংটা জোনের পক্ষে দলনায়িকা তনুশ্রী সরকার (৪/১১) এবং মনিকা চাকমা (৪/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ছৈলেংটা জোন ১৩.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের জয়ে মূখ্য ভূমিকা নেয় শ্রীমান অতিরিক্ত। অতিরিক্ত খাতে দল পায় ৩০ রান। এছাড়া দলের পক্ষে নারিয়া দেববর্মা ১৪ রান করে ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে । মনুঘাট ক্রিকেট জোনের পক্ষে পায়েল ত্রিপুরা (৪/১৪) এবং পল্লবী মাগার (৪/২৫) সফল বোলার।
2023-01-22

