ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। মডার্ন প্লে সেন্টার পেয়েছে প্রথম জয়ের স্বাদ। প্রথম ম্যাচে ক্রিকেট অনুরাগীর কাছে হেরে পয়েন্ট খোয়ালেও আজ, শনিবার দশমীঘাটকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ সদর ক্রিকেটে মডার্ন প্লে সেন্টার আজ, শনিবার দুর্দান্ত জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস দিতে দশমীঘাট প্লে সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে মডার্ন প্লে সেন্টার নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সূর্য দাসের ৭২ রান এবং ঈশান আচার্যের ২৯ রান উল্লেখযোগ্য। এছাড়া শ্রীপর্ণ রানার ২৬ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৭ রানও উল্লেখ করার মতো। দশমীঘাটের বোলার সুরজিৎ পাল, ক্রীশ ভৌমিক, রাহুল মিয়া ও দেবজিৎ দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে দশমীঘাট প্লে সেন্টার ২৯ ওভার ১ বল খেলে ৯৬ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে সেরা ব্যাট বলতে দেবজিত দাসের ৩৭ রান এবং শুভ দাসের ২৫ রান উল্লেখ করার মতো। মডার্ন প্লে সেন্টারের সূর্য দাস ১৩ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতিও পেয়েছে। এছাড়া রাজ পাল তিনটি উইকেট পেয়েছে ১৪ রানের বিনিময়ে। সৌম্যজিৎ চক্রবর্তী পেয়েছে দুটি উইকেট।