গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : ফের গাঁজা বাজেয়াপ্ত করেছে গুয়াহাটি সিটি পুলিশ। বৃহস্পতিবার দিশপুরের খানাপাড়া এলাকায় একটি বারো চাকার লরি থেকে দুই কোটি টাকার গাঁজার চালান বাজেয়াপ্ত করার পর আজ শনিবার ভোররাতে আবারও মাদক-বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে সিটি পুলিশ। প্রায় এক কোটি টাকার গাঁজা সমেত আটক করা হয়েছে একটি লরি। পাশাপাশি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে লরি চালক এবং সহ-চালককে।
জানা গেছে, গোপন সূত্রের এক খবরের উপর ভিত্তি করে শুক্রবার রাতে ফের মাদক-বিরোধী অভিযানে নামেন গুয়াহাটি সিটি পুলিশের জয়েন্ট কমিশনার (জেসিপি) পার্থসারথি মহন্ত। জোড়াবাটে তাঁর নেতৃত্বে নাকা পয়েন্ট গড়ে এক এক করে তালাশি চালানো হয় প্রত্যেকটি লরিতে। শেষে সাফল্য আজ ভোরেরাতে। ত্রিপুরা থেকে উত্তর ভারতের উদ্দেশ্যে যাত্রাকারী একটি লরিতে তল্লাশি চালিয়ে তার গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১০১ কেজি মণিপুরি গাঁজা।
গুয়াহাটি সিটি পুলিশের জয়েন্ট কমিশনার পার্থসারথি মহন্ত জানান, মাদক পাচারের অভিযোগে বাজেয়াপ্ত করা হয়েছে লরিটি। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে। গাঁজা পাচারের ফরয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গুয়াহাটি সিটি পুলিশের জয়েন্ট কমিশনার পার্থসারথি মহন্ত।

