নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকান্ড! এবার আগুন লাগল সেন্ট্রাল দিল্লির কনৌট প্লেসের একটি হোটেলে। শনিবার সকালে কনৌট প্লেসের ‘এফ’ ব্লকে অবস্থিত ওই হোটেলে আগুন লাগে। অগ্নিকান্ডের খাবে পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল ৮.৫১ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে জানতে পারে দমকল। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন। ওই হোটেল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিভেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

