ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।।জয়ের ধারা অব্যাহত রাখলো বীরবিক্রম ক্লাব। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সিদ্ধার্থ মজুমদার না খেলা সত্বেও অনায়াসেই শতদল সঙ্ঘকে পরাজিত করে বীরবিক্রম ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্দ্ব-১৩ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে শনিবার বীরবিক্রম ক্লাব ৪ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। অসুস্থ থাকায় এদিন মাঠে নামতে পারেনি বীরবিক্রম ক্লাবের ‘তুরুপের তাস’ সিদ্ধার্থ মজুমদার। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ ২৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে অনিরুদ্র দাস ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে৩২,দীপায়ন দাস ৫৪ বল খেলে ২১ এবং দিবাকর দাস ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে অনিরুদ্ধ দেবনাথ( ৪/১৬), শুভপ্রতিক দাস (২/২০) এবং সুমন দাস (২/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বীরবিক্রম ক্লাব ২৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার অর্পন উদ্দিন ৭৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ (অপ:) এবং অনিরুদ্ধ দেব ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। শতদল সঙ্ঘের পক্ষে রক্তিম দাস (২/২৬) সফল বোলার।