ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২০ জানুয়ারি।। বল হাতে বিধ্বংসী সিয়াম উদ্দিন। সিয়ামের আগুন ঝরানো বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়লো নবজাগ্রত ক্লাব। অনায়াসেই কার্যত জয় পেলো টিলাবাজার প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে টিলাবাজার প্লে সেন্টার ১০ উইকেটে পরাজিত করে নবজাগ্রত সঙ্ঘকে। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সিয়ামের বোলিং তান্ডবের সামনে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় নবজাগ্রত ক্লাব। কার্যত একপ্রকার স্ট্রিম রোলার চাপায় সিয়াম বিপক্ষের ব্যাটসম্যানদের উপর। নবজাগ্রত ক্লাবের পক্ষে জিল্লো রহমান ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি।টিলাহাজার প্লে সেন্টারের পক্ষে সিয়াম উদ্দিন (৬/৭) এবং অনিক দাস (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে টিলাবাজার প্লে সেন্টার ৪.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া তৌহিদ মিঁয়া ১০ রান করে ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে।
2023-01-20