ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। শেষ দিনে হলো না এক বলও। ফলে ত্রিপুরা- জম্মু-কাশ্মীরের ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। দুদলই পেলো ২ পয়েন্ট করে। রণজি ট্রফি ক্রিকেটে। বৃহস্পতিবার গভীর রাতে হালকা বৃষ্টি হওয়ার পর শুক্রবার সকালে থেকেই গুমরো মুখে ছিলো আকাশ। আম্পায়াররা বার কয়েক পর্যবেক্ষম করলেও মন্দালোর জন্য খেলা শুরু করাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত অমিমাংশিতভাবেই শেষ হলো ম্যাচ। ম্যাচ অমিমাংশিতভাবে শেষ হবে তা জানা ছিলো। তবে দেখার ছিলো শেষ দিনে জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে লিড নিতে পারে কীনা। কিন্তু মন্দালোর জন্য শেষ দিনে খেলা না হওয়ায় কপাল পুড়লো স্বাগতিক দলের। জে কে সি এ মাঠে স্বাগতিক দলের ৪৪৬ রানের জবাবে ত্রিপুরা তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান করেছিলো। ৩৭০ রানে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। ২৪-২৭ জানুয়ারি ত্রিপুরা মরশুমের শেষ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।
2023-01-20